Header Ads

মুফাফা.কম এর শাখাঃ Mufafa iT - Mufafa TV - Mufafa Shop - 🏛 পুটিয়াখালী বাজার, রাজাপুর, ঝালকাঠি, বরিশাল। WhatsApp Contact: 01870780487 Chat on WhatsApp

গানিম আল মুফতাহ তিনি কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের কোরআন তিলাওয়াত করেন।

…গানিম আল মুফতাহ হলেন একজন কাতারি ইউটিউবার এবং কডাল রিগ্রেশন আক্রান্ত। ২০১৭ সালের তিনি মাত্র ১৫ বছর বয়সে কাতারের সর্বকনিষ্ঠ উদ্যোক্তা হয়ে ওঠেন।



২০২২ সালের ১লা এপ্রিলে কাতার সরকার এক বিবৃতিতে ফিফা বিশ্বকাপে কাতারের পক্ষ থেকে তাকে শুভেচ্ছাদূত নিযুক্ত করার কথা ঘোষণা করে।

হলিউড অভিনেতা মরগান ফ্রিম্যানের সাথে তিনি এই বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেন।
ফুটবল বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে এবারই প্রথম কোরআন তিলাওয়াতের মাধ্যমে আসরের সূচনা হয়।

অনুষ্ঠানের সূচনাপর্বে মরগান ফ্রিম্যানের প্রশ্নের জবাবে তিনি সূরা হুজুরাতের ১৩নং আয়াত পাঠ করার পাশাপাশি এর ইংরেজি অনুবাদ শোনান।
উক্ত আয়াতটি পাঠের মাধ্যমে তিনি শান্তি ও ভালবাসার কাঠামোর মধ্যে মানুষের মধ্যে পার্থক্য ও বৈচিত্র্যকে গ্রহণ করার আহ্বান জানান। আয়াতটির বাংলা অর্থ হচ্ছে:

হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে, এবং বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যেন তোমরা পরষ্পরের সাথে পরিচিত হতে পারো।
তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত, যে বেশি আল্লাহভীরু। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ এবং সব বিষয়ে অবগত।

— সূরা হুজুরাত, আয়াত ১৩

Gazi It Service - গাজী আইটি সার্ভিস



 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.