∆কিছু অসাধু ব্যবসায়ীদের ফেসবুক কুপন অপব্যবহার বিস্তারিত দেখুন 👇
ফেসবুক (কুপন) আমাদেরকে বৈধ ভাবে ফ্রি দিয়ে থাকে তার কিছু ব্যবহারকারী দের বিনামূল্যে পেজ প্রমশনের জন্য।
∆এই পুজি কে কাজে লাগিয়ে অনেকে নতুন নতুন আইডি বা প্রফাইল বানিয়ে কিছু ট্রিকস ব্যবহার করে কুপন বের করে। কিন্তু কিছু কিছু অসত ব্যবসায়ী এই ফ্রি কুপনকে টাকার বিনিময়ে বিক্রি করে। এখন বাটপারিটা কোথায় করে বা কিভাবে করে ?
ধরুন আপনি কারোর কাছ থেকে টাকার বিনিময়ে কুপনটি কিনলেন। এখানে যে আপনাকে কুপনটি বিক্রি করবে সে হবে কুপনটির মালিক। এবং তার কাছে সব চেয়ে বেশি পাওয়ার থাকবে।
∆এখানে কুপনটি বিক্রি করার সময় সে আপনাকে এডমিন বানিয়ে দিবে এবং আপনার কাছ থেকে টাকাও নিবে। কিন্তু কথা হচ্ছে আপনি কুপনটির এডমিন হয়েও ঐ মুল এডমিনকে Remove করতে পারবেন নাহ।
• ১ম এখানে হচ্ছে মেইন প্রবলেম, মূল এডমিন চাইলে যে কোনো সময় আপনাকে এডমিন থেকে রিমুভ করে দিতে পারে। আর এটা যদি সে করে তাহলে আপনার পুরো টাকা টাই অপব্যয়িত হবে বা নষ্ট হবে।
• ২য় প্রবলেম আসি, চাইলে মূল মালিক ঐ একটা কুপন অনেক জনকে এডমিন বানাতে পারবে তা বিক্রি করতে পারবে।
তাহলে বলুন তো, এমনটা করলে আপনি কি বিপদের সম্মুখীন হবেন?
যদি ঐ একটা কুপনের মালিক অনেক জন হয় তাহলে, দেখা গেল আপনার এড চলা কালিন অবস্থায় আর একজন এডমিন এসে জোর পূর্বক তার পোস্টে বুস্ট করালো এতে করে (ফেসবুক কুপন) থেকে ঐ এডের টাকা কাটা হবে এবং আপনি আবার ক্ষতির শিকার হবেন।
• ৩য় প্রবলেম, হঠাৎ দেখলেন একাউন্ট ফ্লাগ হয়ে গেছে। অথচ আপনি কিন্তু কোনো পলিসি ভায়োলেট করেননি।
তাহলে একাউন্ট কিভাবে ফ্লাগ হলো তাই তো ?
যদি কোনো এডমিন পলিসি ভায়োলেট করে এমন কিছু এড বুস্ট করে তাহলে ঐ একাউন্ট ফ্লাগ হয়ে যাবে।
• ৪র্থ প্রবলেম, ধরুন আপনি কোনো এজেন্সি দিয়ে বুস্ট করিয়েছেন এবং তারা কুপন দিয়ে বুস্ট করলো এই ক্ষেত্রে তারা যদি এডের বিল ভিউ রাখে, তাহলে আপনার পেজের ক্ষতি হতে পারে।
• ৫ম প্রবলেম, অনেক আছে কারো কাছ থেকে কুপন কিনে অন্যদের কম টাকাতে বুস্টের জন্য অফার করে থাকে। কিন্তু তাদের বুস্ট করার কোন অভিজ্ঞতা নেই। এই কম টাকার বুস্টের ফাদে পরে অনেকেই আছে তার পোস্টের জন্য তার কাছ থেকে বুস্ট করে থাকে । এই ফাদে পা দিয়ে অনেকেই ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং আপনিও হতে পারেন তাই সাবধান।
∆আপনি তো অবশ্যই যেনে থাকবেন যে, এক ডলার বাংলাদেশে ৮৬ টাকা। আপনি যখন ব্যাংক থেকে টাকা উঠাবেন তখন আপনাকে ১৫% ভ্যাট দিতে হবে। এই ৮৬ টাকা + ১৫% সরকারি ভ্যাট +২% ব্যাংক চার্জ মিলে আপনার প্রায় ১০০ টাকার বেশি পরবে।
∆তাহলে বুঝতে পারছেন এই সমপরিমান টাকার কমে যদি কেউ বুস্ট করে দিতে চায় তখন আপনি বুঝে নিবেন যে, সে আপনাকে ঠকাচ্ছে অর্থাৎ সে কুপন ব্যবহার করবে।
Facebook coupon.
তাই কুপন অপব্যবহার প্রতারনা থেকে সতর্ক থাকুন।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন